ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার স্থাপিত হয় ২০১৬ সালের ১৫ই আগস্ট। এই পরিবারের চর্তুমাসিক সাহিত্য পত্রিকা ‘‘ইলশেগুঁড়ি।’’ এ ছাড়াও নিয়মিত প্রকাশিত হয় কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’, ছোটদের নিজস্ব পত্রিকা ‘‘কুঁড়ি’’ এবং সাংস্কৃতিক সংবাদপত্র ‘‘ইলশেগুঁড়ি বার্তা’’। সমস্ত পত্রিকাই যুগপৎ মুদ্রিত এবং ডিজিটাল সংস্করণে প্রকাশিত হয়। পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘‘ইলশেগুঁড়ি প্রকাশন’’ যা ইতিমধ্যেই ৫০টিরও বেশী বই প্রকাশ করার গৌরব অর্জন করেছে। অধিকাংশ বই ISBN যুক্ত। এ ছাড়াও আছে সামাজিক সংগঠন ‘‘ইলশেগুঁড়ি বন্ধুমহল’’। প্রতিষ্ঠাতা সম্পাদক দেবব্রত ঘোষ মলয় নিজেও একজন সাহিত্যকর্মী। এ পর্যন্ত তাঁর তিনটি কাব্যগ্রন্থ, তিনটি উপন্যাস এবং একটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। সম্পাদকমন্ডলীর অপর দুই সদস্য হলেন ড. তুহিন কান্তি বিশ্বাস এবং স্বপন পোড়েল।
পরিবার গভীর মর্মবেদনার সঙ্গে স্মরণে রাখে সম্পাদকমণ্ডলীর অকালপ্রয়াত দুই প্রতিষ্ঠাতা সদস্য সৃজন পাল ও দেবাশীষ মুখোপাধ্যায়কে।
১। গল্প, প্রবন্ধ, ভ্রমণ, কবিতা, মুক্তগদ্য, রম্যরচনা সহ সাহিত্যের যে কোন বিভাগে মৌলিক ও অপ্রকাশিত লেখা পাঠানো যাবে।
২। ভাল লেখার ক্ষেত্রে শব্দসংখ্যার বাঁধন নেই।
৩। লেখা শুধুমাত্র মেলবডিতে অথবা ওয়ার্ড ফাইলে বাংলায় ইউনিফন্টে টাইপ করে পাঠাতে হবে।
৪। লেখকের সম্পূর্ণ ঠিকানা ও যোগাযোগের নম্বর থাকা জরুরী।
৫। বইয়ের আলোচনা পাঠানো যাবে। তবে সঙ্গে দিতে হবে বইটির প্রচ্ছদের ছবি।
৬। যো কোন পত্রিকা ও বই আলোচনার জন্য ডাকযোগে পাঠানো যেতে পারে।
৭। প্রত্যেকের লেখার আলাদা করে প্রাপ্তিস্বীকার করা হয়। লেখা পত্রিকার যে কোন সংখ্যায় প্রকাশিত হতে পারে। মনোনীত লেখকদের জানিয়ে দেওয়া হয়।
৮। আমাদের ফেসবুক পেজে বা ওয়েবসাইটে নজর রাখুন, সংশ্লিষ্ট মাসের শুরুতেই সম্পূর্ণ সূচীপত্র দেওয়া হবে।
প্রয়োজনে ৯৩৩১২৭১৮২৫ নম্বরে হোয়াট্স্অ্যাপ বা ফোন করুন, ই-মেল করুন ilseguripatrika@gmail.com
আমাদের আপডেট জানার জন্য অনুসরণ করুন: ফেসবুকঃ https://www.facebook.com/ilseguripatrika
১৫ই আগস্ট ২০১৬ প্রতিষ্ঠিত হয় ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার। জন্মলগ্ন থেকেই পরিবারের সদস্যরা হয়ে ওঠেন পত্রিকার অবিচ্ছেদ্য অঙ্গ। এই পরিবার থেকেই প্রকাশিত হয় সচিত্র কবিতার পত্রিকা কবিতাব্রত, ছোটদের নিজস্ব পত্রিকা কুঁড়ি এবং সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা ইলশেগুঁড়ি। শারদ সংখ্যা সহ সব পত্রিকাই বছরে তিনটি সংখ্যা প্রকাশিত হয় যুগপৎ মুদ্রিত ও ডিজিটাল সংস্করণে। বার্ষিক সদস্য চাঁদা ৬০০ টাকা (ছয়শত টাকা)। ডাক খরচ অতিরিক্ত। বছরের যে কোন সময়ে সদস্য হওয়া যায়। সদস্য হবার দিন থেকে এক বছর পত্রিকার সবকটি মুদ্রিত সংখ্যা সদস্যদের দেওয়া হয়।