ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
প্রকাশন
ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
প্রকাশন
২০১৬ র ১৫ই আগস্ট ইলশেগুঁড়ি সাহিত্য পত্রিকার জন্ম হয়েছিল। সংখ্যাটি প্রকাশের মুহূর্তে গঠন হয়েছিল ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার। ওই সভাতেই পরিবারের অন্যতম সম্পাদক অকাল প্রয়াত কবি সৃজন পাল প্রস্তাব দিয়েছিলেন একটি প্রকাশনা তৈরি হোক। যেখানে ভালো কিছু বই প্রকাশ হবে যার লেখক হবেন মূলত লিটল ম্যাগাজিনের লেখক ও কবি। সৃজনের সম্পূর্ণ রঙিন ছোটদের ছড়ার বই মেঘের মুলক দিয়েই শুরু হয়েছিল প্রকাশনের যাত্রা পথ। অত্যন্ত জনপ্রিয় হয়েছিল বইটি। এরপর ধীরে ধীরে প্রকাশিত হয় ২০টি বিভিন্ন স্বাদের বই।
২০২২ সালে আমরা আইএসবিএন এর অনুমোদন প্রাপ্ত হই। তখন থেকেই শুরু হয় আইএসবিএন যুক্ত প্রকাশনা। প্রথম প্রকাশনাটি ছিল বিশিষ্ট সাহিত্যিক আনন্দবাজারের প্রাক্তন সাংবাদিক বর্ষীয়ান লেখক শ্রদ্ধেয় সমর মিত্রর ছোটদের গল্পের বই চোরে উকিলে। ২০২৪ পর্যন্ত বিভিন্ন স্বাদের ২১ টি বই প্রকাশিত হয় আই এস বি এন সহযোগে।
এরপর ২০২২ এর ১৫ই আগস্ট ইলশেগুঁড়ির জন্মদিনে শুরু হয় আইএসবিএন যুক্ত ই-বুক প্রকাশনা। ২০২৪ পর্যন্ত নটি ইংরেজি গবেষণাধর্মী বই এবং একটি বাংলা গবেষণাধর্মী বই প্রকাশিত হয়েছে এই বিভাগে।
এই ওয়েবসাইটে এই সমস্ত বইগুলির প্রচ্ছদ এবং ন্যূনতম বিবরণ পাওয়া যাবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
দেবব্রত ঘোষ মলয়
সম্পাদক
ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
যোগাযোগ - ilsheguripro@gmail.com
১লা জানুয়ারী ২০২৫