ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
এখানে নৈঃশব্দ বসবাস করে, কথা বোলো না।
নুপুর তার মহিমা হারিয়ে শান্ত এখন,
দিঘির জলে খেলা করা রাজহাঁস ঘুমোয় ইতিহাসের পাতায়।
সেই আঙিনা থেকে ফিরে এসেছি
যেখানে বহুতলের রন্ধ্রে রন্ধ্রে
ঘুণ পোকা বাসা বেঁধে আছে,
তারা অট্টালিকার শরীর ছাড়িয়ে
মানুষের হাড়ে মজ্জায় মস্তিষ্কে
ঘটমান ভবিষ্যৎকে কুড়ে কুড়ে খেয়ে রেখেছে;
চোখে কাপড় বাঁধা মানুষদের মহাভিড়
থেকে উঠে আসে সহর্ষ উল্লাস,
ত্রস্ত পৃথিবী মৌনতা অবলম্বন করে।
বাসি ফুলের গন্ধ বমির মতো ছড়িয়ে আছে
পৃথিবীর সমস্ত ক্ষতস্থানে;
ওই ভিড়ে তুমিও দিয়েছো শরীর ভাসিয়ে,
তোমার ছায়ার দীর্ঘশ্বাস তোমায় ভাবায় না আর।
এখনও কোনোক্রমে আমি আছি,
এইটুকু বোধ আমার অবশিষ্ট।
ভালোবাসা ফিরে যাও
এখানে নৈঃশব্দ বাস করে।