ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
একখন্ড আকাশ পেলেই শঙ্খচিলের ডানা
মেলতে পারি নিরতিশয় অনাদি উচ্ছাসে
রাত পেরিয়ে যেমন হীরক অমেয় সূর্যকণা
এক চিলতে রোদের মায়ায় অসীমে উদ্ভাসে।
দিনাতিপাতের ধুলোজীবন কোন প্রেরণা দানে
উথলে ওঠে অযুত তেজে, জানো কি মনোময়?
চলার পথে যে আসঙ্গ স্পর্শে অকারণে,
কুড়িয়ে পাওয়া সে মূর্ছনায় অনন্ত সুখ র’য়।
পরশখানি আছে বলেই সৃষ্টি স্বচ্ছতোয়া
স্বনির্মিতা; তবু বাঁধন নিত্য খোঁজে মন
আখরযাপন, শিল্পশ্রমে চিত্ত অনসূয়া
আলোক-সখ্যে আমার বোধির নত সমর্পণ।