ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
তুমি ভাবছো, যৌনতার হাটে
নিজের রূপের ডালি সাজিয়ে
কিছু সুবিধা পাওয়া যাবে...।
শরীরের আনাচ কানাচ উদ্ভাসিত করে
যা খুশি তাই করা যাবে...
বা করিয়ে নেওয়া যাবে।
আর পুরুষ হবে আকৃষ্ট...!
আসলে তুমি ও তোমার মতো
আরো অনেকে খুব বোকা;
বোঝে না, যৌবন আজ আছে
কাল হয়তো বা নেই...।
আর কামুক মৌমাছি
ফুলের রস শুষে পালালে
ক্ষতি তো হয় ফুলেরই!
তাই হয়তো মোহের জগৎ ছেড়ে
বাস্তবের মাটিতে নামার সময় হয়েছে...॥