ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
এখানে এসে রাজপথ শেষ,
এরপর ধুলো মাখা আল দিয়ে পাড়ি দেওয়া
এক অন্ধকার পথ সভ্যতার গ্লানি...
আবর্জনা জমে থাকে স্তূপাকার,
চুয়ে পরে আবহমান অস্পৃশ্য গতি ধারা ।
এখানে এসে ফিরে যায় রক্তিম সকাল
সাজানো বাসরে যেখানে পলাশের প্রলেপে
সেজে ওঠে নগরীর ঠোট,
চায়ের কাপে রোদ্দুরের প্রতিটি চুমুক
শুষে নেয় উদ্বৃত্ত শ্রম প্রবাহের দ্যুতি...
শ্বাস গন্ধ রূপ আতুর শৈশব ।
ন্যুব্জ শরীরে বেঁচে আছে জমাট এক অন্ধকার
আলোকিত পৃথিবীর পাশে,
বেঁচে আছে প্রাচুর্যের কার্নিশ ঘেঁষে
ক্লেদ, শেওলা, স্যাঁতসেঁতে আঁশটে বাতাস,
নির্মিয়মান স্বদেশ পড়ে আছে
প্রাচীরের ঘেরাটোপে
পালিত কন্যার মতো সাজানো বাগান।
মুক্ত আকাশ অভিবাসী হবে একদিন
পশলার মাটি ভেজা ঘ্রানে,
তারপর - দেশাচার ভুলে
ভবঘুরে ও যাযাবর পাখি অবারিত হবে ঘেরাটোপ প্রাচীরের পাশে।