ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
নীল বিবেকের ভেতর দন্ত বসানো চাঁদপানা দুখ
পানীয় ঢেলে দিচ্ছে ক্ষুধায়। শুকিয়ে যাওয়া তাই
এই চাবুকে চামড়া খসে না, বিস্ময় জাগে
আড়ি পাতি। ও কে অমন করে কাঁদছে?
নাগপাশ আঙুলে গলা টিপে ধরি। লাশ পড়ে আছে আমাতে
শব্দ-কীটেরা কিলবিলিয়ে বলে,
‘‘তোমাকে দিলাম একবুক বিনিদ্র রজনী’’
নদীর পাড়ে গিয়ে বসি। এখানেও একা নই
চর ভাসানো জোছনা। আমাতে নাতিদীর্ঘ একখানি ছায়া
লাশকাটা ঘরে লক্ষী হননকারী স্বয়ং।