ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
তুমি তো গো 'মা' সিংহ বাহিনী অভয় দায়িনী অশুভ শক্তি নাশী।
দেবলোকে তুমি দশভূজা হয়ে মর্তে নামিলে আসি।
তোমাকে ঘিরে কতো উৎসব কতো হইচই দেশে।
আলো আর কতো প্যান্ডেল দেখো তোমাকেই ভালোবেসে।
তুমি মা দুর্গা জগত জননী জগৎ করেছো আলো।
তবু দেশে কেনো হাহাকার এতো, এতো আলোতে ও কালো।
তুমি তো 'মা' মৃন্ময়ীরূপী বহু ব্যয়ে তোমাকে গড়া।
সংসারে দেখো আমার দুর্গা আজও অবহেলিত হয়েছে জগত ছাড়া।
তোমার পরনে দামি দামি শাড়ি আমার দুর্গা বিবস্ত্রা।
এতকাল পরেও নারীরা কেন এতটা সহজে সস্তা?
চার দিন ধরে বহু ব্যয় করে আলোর ফোয়ারা ওঠে।
আমার দুর্গা ধর্ষিতা হয় অন্ধকারে লুটে।
তোমার সন্তান তোমার সঙ্গে জগৎ করে আলো।
দুর্গার মা পথে পথে ঘোরে, এবার ন্যায়ের প্রদীপ জ্বালো।
শাড়ি কম্বল বিতরণ হয় প্যান্ডেলে প্যান্ডেলে-
আমার দুর্গার শাড়ি কেড়ে নেয় অসুরেরা থাবা ফেলে।
ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী শেষে আসে।
আমার দুর্গা অকুল পাথারে চোখের জলে ভাসে।
দশমীর শেষে তুমি চলে যাবে আসবে নতুন বেসে-
রক্তমাংসের সেই দুর্গা ফিরবে না কভু হেঁসে।
মাটির দুর্গায় ভক্তি দেখিয়ে কোটি কোটি টাকা ঢালে।
আসলে মুক্তি কবে হবে বলো?কতগুলো প্রাণ গেলে?
তোমার আশিস হয় যদি মা,তাহলে বলতে চাই!
আমরা যেন বদলে যাওয়া এক নতুন পৃথিবী পাই।