ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
হে প্রিয়তমা, তুমি যত দূরেই যাও
আমার স্পর্শ তত ঘনীভূত হয়।
তুমি ছুটছ তারার মতো, আলোকবর্ষ দূরে..
আমি মিশে থাকি তোমার সমস্ত রক্তস্রোতে।
আমাকে ছেড়ে কোথায় পালাবে বলো?
আজ আমার কোনও তাপ, উত্তাপ নেই
আর যা কিছু মানবিক অনুভূতি
তোমার সঙ্গে আছি, তোমার সঙ্গে বাঁচি
যত দূরে আরও যেতে চাও, যেও...
দূরে গেলেই তো তোমাকে বেশি করে ছূঁতে পারি।