ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
মনের সব কথা সব সময়
সবাইকে বলা যায় না
ঠিক কি ভুল সে তো পরের কথা
কোন কথার কি মানে করবে
তারপর কোথায় গিয়ে ঠেকবে
কেউ তো জানে না,
সব ব্যথা যন্ত্রণা সকলকে বলা চলে না
ব্যথার উপশম হবে না।
পাহাড়ের বুক চিরে যখন ঝর্ণা নামে
তার ব্যথা বেদনার কথা
কজন আর জানতে পারে
সবাই তো সব বোঝেনা,
নদীর ঢেউয়ের কাঁদন ব্যথা যখন
দুলতে দুলতে হারিয়ে যায়
কোথাও তার লেখা জোকা থাকে না
সাগরের মিশে গিয়ে তার জমাট কান্না
গড়িয়ে গিয়ে কেমন তরঙ্গে মিশে যায়
সেসব কেউ দেখেও দেখেনা।
বিধ্বস্ত মনের বেদনার কান্না গুলো
মনের মাঝেই চেপে রাখতে হয়
সবার কাছে যোগ্য সমাদর পায় না
তাই অনেক ব্যাথা ভুলে থাকতে হয়
হাসি আর আনন্দের তরঙ্গ তুলে
তাকে ঢাকা দিয়ে রাখতে হয়॥