ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
হাওড়ার লেখিকা পম্পা কবিতা এবং আবৃত্তিতে সচ্ছন্দ। কিন্তু তাঁর গল্পের হাতও আকর্ষণীয় সম্প্রতি প্রকাশিত হল তাঁর গল্পগ্রন্থ ‘‘মন তুই।’’ মোট পঁচিশটি গল্পের এক আকর্ষণীয় সাজি।
পম্পার গল্প জীবনকে ছুঁয়ে যায়। আমাদের চারপাশে যে সব মুখ আমরা দেখতে পাই, অথবা চোখের আড়ালে থাকে যে সব চরিত্র, তাদেরই গল্পের মধ্যে উপস্থাপিত করেছেন তিনি। ঘটনা বৈচিত্রে এই গল্পগুলি এমনই টান টান যে পাঠক একবার শুরু করলে শেষ না করা পর্যন্ত ছাড়তে পারবেন না। সর্বোপরি পম্পার সহজ সরল গল্প বলার ভাষা চরিত্র ও ঘটনাগুলিকে জীবন্ত করে তোলে। আমাদের যাপনের সাম্প্রতিক সুখ, দুঃখ, সমস্যাকে আমরা নিখুঁত তুলির আঁচড়ে চিত্রায়িত হতে দেখি পম্পার গল্প বলার মুন্সিয়ানায়। অপেক্ষায় থাকব লেখিকার পরের বইয়ের।