ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
মায়ের চোখে গর্জে ওঠা-
মায়ের মুখের ক্রোধ,
রণসজ্জায় অপূর্ব মা!
ভক্তি ভয়ের বোধ।
মায়ের চোখে শান্তি অপার,
স্নিগ্ধ মায়ের মুখ;
‘বরাভয়’ এর মুদ্রা মায়ের,
পরম প্রাণের সুখ।
চোখটি মায়ের হালকা লাজুক,
মুখটি সরল মার,
মায়ের অঙ্গে গ্রাম্য শাড়ি-
অনন্য বারবার!
কখনো মা উর্জা রূপী,
শান্তি রূপী মা,
হাজার হাজার রূপে মাগো-
ত্বং সংস্থিতা।
বিদায় বেলায় সিঁদুর খেলায়
সকল প্রতিমা-
হাজার রূপেই আর্দ্র চোখে
বিষাদ মুখে মা॥