ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
চাঁদের কলঙ্কগুলো দেখে
আমরা কখনও কখনও ম্রিয়মান হয়ে থাকি
মনে হয় এ যেন তার গায় লেগে থাকা
কিছু অবিন্যস্ত কালো দাগ।
কলঙ্কের দাগগুলো কালো বলেই হয়তো
আমাদের মনে তা দাগ কেটে যায়
আমরা মনের কলঙ্ক মুছে ফেলতে চাই
চাঁদের কলঙ্ক কখনও কিন্তু...
তবু চাঁদের মন সব সময়ই সাদা থাকে
কেউ কখনও কোন দাগ ফেলতে পারেনি
শুধুমাত্র সৃষ্টি তাকে হারিয়ে দিয়েছে
মানবজীবনের কাছে, সত্যের কাছে
তাও আজও সে অমর হয়ে আছে
সুদূর মহাকাশের মাঝে।