ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
আয়নাটা সংসারের ভিতরে ঝুলে থাকে
মায়ের সরল ভিজে মুখ
মার্জিত হাতের আঙুলে যত্নের সিঁদুর, রাঙিয়ে দিচ্ছে সিঁথি
এক বোষ্টমী-নদী পথ ভুলে ঢুকে পড়ে আমাদের ঘরে
একটা শান্তির বার্তা ঘরে দোরে উঠানে অনাবিল ঘুরে বেড়ায়
বকুল ফুলের গন্ধ হাওয়ায় ভাসে
মায়ের প্রশান্ত ভালোবাসা ছুঁয়ে বোষ্টমী
আমাদের হৃদয়ে গান রেখে খালি পায়ে কোথায় চলে যায়
ছবিগুলো হলুদ পাতায় ধূসর
আয়নাটা ক্রমশঃ ভাঙা মনে দূরে সরেছে
বিবর্ণ,মরচে রং নিয়ে সংসারের কোন এক
ভাঙা স্তুপে পড়ে আছে
কোন এক স্বপ্নের রাত ফুরিয়ে এলে বুকের উপর ভেসে ওঠে মায়ের আয়না আর সিঁদুরে ছবি...