ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
এত যে বিচ্ছুরণ
সবটাই কি ভালো?
কেন যে বর্ণালীকে
তোমার খুব কাছাকাছি মনে হয়.....
একজন অসফল মানুষ
যার জাগরণ এখনো সম্পূর্ণ হয়নি;
যার ভোরের ঘুমে ছুঁয়ে থাকে
রেনু রেনু মুগ্ধ আবেশ....
তাকে তুমি খুব বেশি
চিনতে চেওনা...