ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
পৃথিবীর শেষ ভূখন্ডে একবার এসে দাঁড়াও
তোমার দীঘল কালো চোখে
আমি আর একবার সাঁতার কাটবো।
কপালের ওপরে পড়ে থাকা এলোমেলো চুল
হাতের আঙুল দিয়ে সরিয়ে দেখবো
মাঝখানে জেগে থাকা তিলকের মত রেখাটা
আজও জ্বলজ্বল করছে কিনা
যেটা নাকি তোমার পক্ষে বড় মঙ্গলদায়ক চিহ্ন ছিল।
তোমার শুকনো ঠোঁটে আমার ভেজা ঠোঁট রেখে বলবো
হৃদয়ে পুঞ্জীভূত ভালোবাসা চাতক হয়ে
এখনও তোমাকে প্রতিটি শিরা-উপশিরায় বাঁচিয়ে রেখেছি।
তুমি চলে গেলে পরে পৃথিবীতে সব ছায়া দীর্ঘ হলো।
সূর্যের রোদ্দুরে সংকোচের ঘ্রাণ
শামুকের খোলসে ভরা বর্ষার বন্যার জল
শমীবৃক্ষে বেঁধে রাখা অর্জুনের অস্ত্র গুণহীন হয়েছে
জেগে থাকা চাঁদের আলো গায়ে মাখার তিয়াসা জাগে না
পাহাড়ের খাঁজে বরফ জমে না
প্রকৃতির রং জৌলুসহীন
সে তার সৌন্দর্য্য হারিয়েছে
আমি নীরবে ছবি এঁকে চলেছি -
ছবির পর ছবি
কোন ছবিই আর কথা বলে না
কখনই...