ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
মলাট বদলায় এই জীবন,
একটা বছর ও ফিরে আসে আবার কেমন,
মুখ গুলো বদলে বদলে যায়,আশেপাশের অগনন।
স্মৃতির পাতারা নামতা আওড়ায়,
দুই এক্কে দুই,দুই দুগুনে চার,তিন দুগুনে ছয়,
এমনি করে বছরের পর বছর বদলে যায় হৃদয়ের ও বদল হয়॥
জন্ম থেকে হাঁটি হাঁটি পা পা,
যেন বছরের পঞ্জিকা,সবই আছে ছাপা,
ক্লান্ত,ক্লিষ্ট মন,তবু একটা দিন সোৎসাহে এগোয় দু পা।
শীতের পাতা ঝড়া দৈনতা পেরিয়ে,
বসন্ত নব রঙের লালিমা চিবুকে দেয় ছড়িয়ে,
উপহার দেয় কিছু আনকোরা স্বপ্ন, জীবনের মোড় দেয় ঘুরিয়ে॥
এটাই তো জীবন স্রোতস্বিনী নদী যেন,
কিছু প্রশ্ন থেকেই যায়, কোথায়?কিভাবে?কেন?
প্রশ্নেরা উত্তরের আশায় থাকে,উত্তরেরা থাকে মৌন।
মন কেমনের ও থাকে বুঝি জ্ন্মদিন,
মন কেমনেরা কড়ায় গন্ডায় হিসেব করে...
রাখেনা কেন কোন ঋণ !!!