ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
চেতনায় তার উঁকিঝুঁকি দিন-রাত
চিরায়ত প্রেম মনের গভীরে গাঁথা
প্রলয়ের পালে বাঁধ ভাঙা উচ্ছাস
পারানির কড়ি মনে জাগা প্রত্যাশা।
বহমান ছিল স্রোত তার এক কালে
সমকালে তার গতিপথ ঘিরে ছায়া
সুনিবিড় প্রেম খুঁজে ফেরে নিরবধি
দিনযাপনের অলিগলি মাঝে আশা।
হৃদয়ের টানে আঁকিবুঁকি কাটে মন
উচ্ছাস মেশে পায়ে পায়ে চলা পথে
বুকে জুড়ে জমা একরাশ অভিমান
সময়ের খামে নিত্য সে বাঁধে বাসা।
ঘন-কলুষিত সমাজের প্রতিকোণা
চোখ মেললেই ভেসে ওঠে তার ছবি
দুনিয়াদারিতে বাসা বাঁধে ক্ষয় রোগ
দরবারে নেই প্রতিবাদী কোনো ভাষা।
লুঠতরাজের ব্যাপকতা সীমাহীন
সমাজের বুকে অশালীনতার থাবা
রাজপেয়াদার রাতভোর দাপাদাপি
অবয়ব ঘিরে বেদনার পরিভাষা।
সময়ের দাবি অলিতে-গলিতে ফেরে
জন রোষে জ্বলে ঘর-বার সমকাল
পালকের কাছে আছে শুধু নীরবতা
নেই কোনো দাম যার ক্ষমতায় আসা।
দেশকাল জুড়ে আবর্জনার স্তুপ
সমকাল থাকে অরাজকতায় ঘেরা
ধূলি-ধূসরিত দেওয়া যত আশ্বাস
লুন্ঠিত আজ সেদিনের ভালোবাসা॥