ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
নিস্পাপ মন যাদের
তারা পারে রাখতে
নয়নে নয়ন—
পবিত্র ভালবাসা যাদের
তারা পারে রাখতে
নয়নে নয়ন
যাদের গায়ে কালির ছিটে নেই
তারা পারে রাখতে
নয়নে নয়ন
চরিত্রের দৃঢ়তা যাদের রক্তে
তারাই পারে রাখতে
নয়নে নয়ন।