ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
এক বিকালের সূর্য্য ডোবা
গোলাপ ছেড়ে রক্তজবা,
আলোর কাছে হারতে হলো।
সময় যখন হাতের মুঠো
ইচ্ছেগুলো তোমায় ছুঁতো,
শ্রাবণ মাখে ঠিক যেভাবে বৃষ্টি ফোঁটা।
নাম না জানা সেই মেয়েটা,
নীল সাদা ড্রেস ক্লাস ইলেভেন
আড়চোখেতে সম্মতি ও অসভ্যতা।
ঠিক মনে নেই কখন জানি
কেমন ভাবে দুর বাড়ালে,
নৌকা পেলো অন্য মাঝি।
তারপর বেশ দিব্যি আছি,
একটু হেসেই অল্প বাঁচি;
ওই হাসিতেই ভাগ্য বাধা
এবার আবার দেখা হলে,
বন্ধু হব আগের মতোই—
অষ্টমী রাত একটু বেশি সঙ্গে থাকা।
অপেক্ষা আর সম্ভাবনা
ভিড়ের মাঝে বড্ডচেনা,
তোমার বাড়ির হাতছানি ডাক।
জীবন এখন শূন্য ধু ধু
আমার কাছে তুমিই শুধু
আগের বছর ডিসেম্বরের সেই মেয়েটা।