ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
পাগলের জলতল ঘাঁটতে ঘাঁটতে পেলে ভাঙ্গা গেড়ি ও গুগলি ।
প্রাগৈতিহাসিক মাছের কোষেরুকা।
প্লাস্টিক শিশুর হাড়।
থিকেথিকে কাদা
উপরে জলের আস্তরণ।
মৃদু তরঙ্গ রয়েছে
কখনো ফোটে না কোকোনদ।
অপেক্ষার বিম্বগুলি ভেঙে যেতে থাকে।