ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
চলো মৃত্যু সুখের পরিকাঠামো গড়ে তুলি
এই উৎসব সকালে কোন বিসর্জনের ধ্বনি
কে বাজাবে কাঁসর দেখি আয় বিবেক খুলি।
আজ সেই জয়যাত্রা ঘট পুজো বা খুঁটি
মৃত মা আজ থান কাপড়ে সবাই এসো
রাজার বারন না শোক না কলেবর হবে
যা হবে তিনি বলবেন চুপটি করে বসো।
দেখো কদিনেই সব মন সাদা হয়ে যাবে
কাশ ফুলেরা উড়বে নিঃশর্ত মাথা দুলে
সব মনে দাগ পড়ে না মাও আর কাঁদে না
রক্ত স্রোতের নদী বইলেও থাকি ভুলে।
কদিনের জীবন রাজা থাকুক আড়ম্বরে
মৃত নদীর বুক শুকিয়ে হোক খরখরে
এ শরতে বৈধব্য দেখেও কি প্রাণ ভরে
সেটাই যদি আনন্দ বেঁচে থাকি মরে মরে।