ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
আমি নেভানো মোমের একবিন্দুর প্রতিফলনে দেখেছিলাম
তোর দিকে বাড়তে থাকা সেলেনিয়াম-প্রেম।
ম্রিয়যুথির প্রেমবিম্ব ইতিমধ্যে রোয়াকে অভিলিপ্ত,
নিষিদ্ধ অনামিকার তপ্ত নিনাদ আর বজ্রযানীদের কোয়ান্টার উপাসনা
থেমে গিয়েছে অনেকক্ষণ.. আমি জেনেছিলাম সে'সময়
প্রগলভতাও কতখানি দ্বিধাময় হতে পারে!
অ্যানাস্থেসিয়া আর জাগরণের সন্ধিকালে
আমার পরিচয় তোর সাথে ; সেজুবি তখনও উত্তাল,
রক্তের বিনিময়ে স্বাধীনতার উপভাষ্য আনেনি দৃঢ়তা..
অচিরেই প্রতিপদের রতিক্লান্ত দেহ বিলুপ্ত হয়ে গেল সাগরিকায়।
মেরুবাসিনীকে সে'খবর আজও জানানো হয়নি।
তাই নিশ্চিত প্রতিমূর্তির দু'বাহু স্বর্গ ছুঁয়ে রয়েছে এযাবৎ
কেউ প্রশ্ন করেনি, যে সে কেন ফিরলো না আর!
তাও এখনও জোনাকিরা জ্বলে উঠে ছুঁয়ে যায় জানলার ঘেরাটোপ
'গোটা চারেক তিনশো পঁয়ষট্টি' তে ধূলোর প্রলেপ জানিয়ে যায়
কিছু অবচেতন স্বপ্নে - তারা আজও পলাতক হয়ে বাঁচে !
উপরাজ্যে তখনও বেহেশতের দরবার বসেনি
শুধু সময়ের অভাবহীন একটা দুপুরের অপেক্ষায়...