ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
তারপর একদিন ভেসে গেল সব
স্থাবর অস্থাবর এবং সংগঠিত সব কলরব
এক নিমেষে, অবশেষে দিশাহারা মানুষজন
অগণন দুঃখ নিয়ে চলে গেছে একদিন এই পথ দিয়ে...
যে পথে হেঁটেছেন গৌতমী-পুত্র গৌতম।
তিনিও ক্ষুব্ধ ছিলেন তাই সব কিছু ছেড়ে বের হয়ে এলেন পথে।
পথ তাঁর কেড়ে নিল সব যাবতীয় রাজকীয় বৈভব।
শুরু হল অন্য এক জীবন, ধন নয় মান নয়
অসম্ভব এক অর্জন গড়ে দিল নতুন জীবন।
পেলেন অন্য এক পথের সন্ধান
যে পথ এনে দিয়েছে মহামানবের অনন্য সম্মান।
সেই পথ ‘অষ্টমার্গের পথ’ ওই পথ দিয়ে চলে গেছে
মহাসত্যের মহারথ একদিন তাই থেকে অম্লান এতোদিন।
এভাবেই একদিন জন্ম নিল নতুন এক অনুভব
এই জগত সংসারে নাম তাঁর অজাতশত্রু।