ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ছিল সে এক মজার দেশ
খুনসুটিতে ভরা,
রাতে সেথায় সূর্য ওঠে
দিনেতে চাঁদ তারা।
আকাশ থাকে হলুদ বরণ
গাছের রঙ নীল,
উড়ে যায় রাতের বেলায়
হাতি আর শঙ্খচিল।
পাহাড় থাকে মেঘের উপর
নদী থাকে আসমানে,
জলের ঢেউরা চলে বেঁকে বেঁকে
তারা থাকে যে আনমনে।
সিংহ থাকে ঘরের ভেতর
আর মানুষ থাকে বনে,
এমন দেশটি কোথায় আছে
একটু দেখোতো করে মনে।