ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
তবু, জীবন শেষ করা যায় না।
একটু খানি হাসির জন্য, সইতে হয়
অনেক খানি কান্না।
তবু, রেলে মাথা দেওয়া,
বা গলায় রশি বেঁধে
ঝোলা কি যায় সিলিংফ্যানে!
এমনি করে দিনগত পাপক্ষয়ে
জীবন যায়,
যেতে যেতে, হাঁটতে হাঁটতে,
পড়িমরি ছুটতে ছুটতে,
জীবন যায়
বেঁচে থাকার রসদ জোগাড়ে।
এই পৃথিবী অনেক মায়ার মঞ্চ
এখানে পরতে পরতে জমজমাট রঙ্গ,
এই রঙ্গ উল্লাস ছেড়ে কে যেতে চায়!
যতই মন বেদনা, না পাওয়ার অসুখ থাক,
একটুখানি সুখের জন্য বাঁচা আমাদের
অনেক অনেকখানি বেদনা সয়ে।