ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
যখন প্রতিটি ঘামে তোমার শ্রমের কথা লেখা থাকবে তখন আমার সাথে দেখা করো সাদা কাগজের মত মুছিয়ে দেবো তোমার শ্রমের অক্ষর। মাঠের সবুজ সরষে ফুলের হিন্দোলে কাটিয়ে দেবো এক বেলা, তোমার আবিষ্কার সৃষ্টিকর্তা চোখ মেলে দেখবে, গুড়ি গুড়ি করে ভাঙতে থাকবে তোমার পায়ের নিচে মাটি তারপর সুস্থ সমুদ্র মাটিতে গড়ে উঠবে ভালবাসার আত্ম অহংকার।
তখন তোমাকে আমি বৃষ্টি আঁকা শেখাব বেতনভুক মৌমাছির মতো গুনগুন করে তোমার বন্ধুত্ব চাইবো আকাশ জুড়ে তখন ঠাঁয় দাঁড়িয়ে থাকবে একপেশে সূর্য, স্বর্ণমুদ্রার মতো আমি কুড়িয়ে নেব তোমার শ্রমের প্রতিটি ঘামের বিন্দু।
এই কষ্টের ঘামে তৈরি হয় মাঠ, ঘাট, ফুটপাত যেখানে শাকের আঁটির মতো নির্বিচারে দাঁড়িয়ে মিথ্যে শ্লোক শোনে মহানাগরিকরা।
তারপর ফাঁকা ফুটপাতে দাঁড়িয়ে আমি তুমি নির্দ্ধিধায় কুড়িয়ে নেই সব শ্রমের ঘাম, যা পতাকা হাতে বেকারদের সাথে একটু একটু করে ঢুকে যাবে সমাজের রন্ধে রন্ধে উৎসর্গ করবে মরুভূম মানুষের পদতলে ভালোবাসার আত্ম অহংকার।