ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ধসের নীচে চাপা পড়ে আছে কত স্মৃতি
যেমন কবরে শুয়ে থাকে নিথর দেহ...
এ পথ দিয়ে যেতে যেতে কখনো কি তারা জেগে উঠবে?
কল্লোলিনী তিস্তার চলার গানে সাড়া দেবে কি আর?
অসনি সময়ের দুর্বার চিহ্ন সাড়া পথে।
থৈ থৈ স্রোতস্বিনীর চলার ছন্দে
রচিত হয় রহস্যময় মায়াবী সুর
কেবল যারা চলে যেতে বাধ্য হল অকালে
তাঁদের রেখে যাওয়া শোক আর সন্তাপের দীর্ঘশ্বাসে
জর্জরিত পাহাড়ের প্রতিটি বাঁক।
পাথরের শক্ত সমাধিতলে মৃতদের আত্মবিলাপ।
কাদায় মাখামাখি সভ্যতার অহংকার॥