ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
মেঘ জানেন,
ধূম্রবৎ পাহাড় জানেন,
মরসুমি পাখিদের দিব্যি ওরাও জানেন-
আপনি গাছ পোতেননি....
পুঁতলে,
পৃথিবী হত দিকচিহ্ণময় এক বিশাল কুঁড়ি,
আর তাঁর নীচে ধ্বনিত হত তপস্যার শব্দকল্পদ্রুম;
আপনি গাছ পোতেননি....
পুঁতলে,
রৌদ্রেরা হেসে সূর্যমূখী
ক্রন্দনরত বর্ষারা ভিজে হত হাসুনহানা,
নদীতে ভাসমান অস্থি,
এক মুষ্টি ছাই,
এই প্রেতভূমি,
সকলে জানেন
আপনি গাছ পোতেননি...
পুঁতলে,
ছুরি নয়
কামহীন আপনার আঙুলে মানাত বেদ,
আর জারুল পাতার ফাঁকে
টগর ফোঠা সকালে দেখতাম,
গীতবিতান জলে আপনি রোপণ করছেন
অসংখ্য সঞ্চয়িতা বীজ ...