ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
পথ বরাবর হাঁটতে হাঁটতে থমকে যাই
কুয়াশার মত চারদিকে জড়িয়ে থাকে
অস্পষ্ট চোখে ভাসা ডায়েরির দিনলিপি।
কিভাবে চেনাবো আমি অতীত নগর
পুরনো জনপথ স্মৃতির ভগ্নাংশ
সন্ধে সকাল।
দুপুর পেরিয়ে বিকেল গড়িয়ে নামে
অচেনা আলো এক দূরে দেখা যায়
নিজেকে ফেরাই মুখ জীবনের দিকে।