ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ষাট পেরোলেই হল সিনিয়র সিটিজেন,
ট্রামে, বাসে, মেট্রোয় বাঁধা সীট জানবেন
শরীরের বয়স তো দিন দিন বাড়বেই
মনের বয়স খানি সেই মত বাড়ে কই!
হরেক রকম খানা দেয় ওই হাতছানি,
মানতে নারাজ পেট করে শুধু হয়রানি।
দুরূহ কাজের ডাকে মন চায় দিতে সাড়া-
অতি শ্রমে তখনই যে এ শরীর দিশেহারা!
বেশী বয়সের সাথি আছে-সুগার, প্রেসার
তার ফলে বইছি যে নানা ওষুধের ভার।
এটা নয়, ওটা নয়, নিষেধ যে কত শত-
টুঁটি চেপে মেরে ফেল মনের ইচ্ছা যত।
তবুও হাল্কা খানা হাঁটা চলা রোজ চাই,
আড্ডার আসরেতে মনকে যে খুঁজে পাই।