ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
সব কিছু পানসে কৃত্রিমতায় ভরা
ধূসর বর্ণহীন এক একটা দিন বয়ে যায় মেঠো পথে
গরুর গাড়ীর মত কচ-কচ কচাৎ-কচাৎ করতে করতে।
আর ভাললাগেনা বহু দেখেছি স্বপ্ন কল্পনার বীথারে
আকাশ-পাতাল গ্রহ-তারা ভেদ করে নীহারিকা-গ্যালাক্সী
আরও অনেক অনেক উপরে পর্যন্ত ছুটেছি।
মনের কোণে ঝরছে অবিরত
কষ্টের বারি ধারা বয়ে যায়
অনন্তের পথে শেষ জানা নাই
পাহাড় পর্বত সমতল বনাঞ্চল
মাড়িয়ে শুধুই সামনের পানে..
সেই ধারায় সুখ নামক নুড়ি খুঁজি
শুশুকের ভিড়ে আজও জলপরীর সন্ধান পাইনি
আশাহতও হইনি,
চলছি তারই খোঁজে..