ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
দিন দুপুরে হৃদয় মেলে উজাড় করে দিলি ,
ভালোবাসার মানুষ নিল,তুই ফিরতি কিছু পেলি ?
কোকিল কূজন অলির গুঞ্জন প্রভাত বেলার সুর,
বিশ্বাসী মন হাওয়ায় দোলে,তার গন্ধ সুমধুর,
আপন ভেবে যার কাছে তোর অবাধ ছিল গতি,
যার ভাবনায় মুহুর্তরা টানত কালের যতি।
দিনে রাতে,সকাল সাঁঝে- তার নিত্য আনাগোনা,
বাঁশির সুরে ভালোবাসার কাহিনী হল বোনা।
তোর দু-চোখে হারিয়ে যেত তার অনুরাগী মন,
তোর রূপেতে পাগল হয়ে সে ভাবত অনুক্ষণ ।
এমনি এক দ্বিপ্রহরে ভালোবাসার নীল সাগরে--
ভুলেছিলি তার ছলনায় ভাসিয়ে ভেলা প্রেম জোয়ারে।
বুঝিসনি তো প্রেম নয় সে,ছিল শুধু অভিনয়--
ভালোবেসে হয়নিকো ভুল,এ বিশ্বাসের পরাজয়।
মূর্খ পুরুষ বুক ফুলিয়ে ঘোরে সমাজের বুকে ,
তুই নারী কেন মুখ লুকাস সব হারানোর শোকে ?
ভালোবাসার দোহাই দিয়ে যে করল তোরে লুঠ--
পুরুষ নয়,কাপুরুষ সে--জীবনটা তার ঝুট ।
কোন নারীর ভালোবাসা তার জীবন তরী বাইবে না,
সমুখপানে দেখবে যখন পাবে শুধুই যন্ত্রণা।
তোর সমুখে সে পুরুষ কভু যদি প্রেমের ভিক্ষা যাচে,
ভগ্ন হৃদয়ে দেখবে শুধু অবিশ্বাসটাই টিকে আছে।