ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
তুমি যখন আনমনে এদিক ওদিক চাও
তখন ভাবি হয়তো বা আমায় খুঁজে বেড়াও,
কিন্তু যখন বুঝতে পারি এটা শুধুই ভ্রম
অশ্রু ঢেকে, দ্বিগুণ তেজে করি পরিশ্রম।
বেলা অবেলার শেষে
আমার কথা নাই বা রাখলে মনে।
মনরে কহো, এ জগতে আদৌ যারা আমার নয়
তাদের কথা ভাবার সময় যেন না হয়,
বন্ধু, সাথি যারা থাকার, আজো তারা আছে
সুখে, দুখে পরম প্রাপ্তি এরা আমার কাছে।
বেলা অবেলার শেষে
আমার কথা নাই বা রাখলে মনে।