ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
অস্থির সময় কবে সুস্থির হবে।
আমি বলি মরণের ওপারে।
তবে তার কি আর পড়ে রবে।
সবকিছু হারিয়ে পথ হাঁটি নীরবে।
তবু আমি বেঁচে থাকি বাঁচিবার তরে।
নিরাশার মেঘ ঠিক কেটে যাবে।
আশা স্বপ্ন সুস্থির হবে।
অস্থির সময় সুস্থির হলে
জীবনটা যেন থেমে যেত কবে।
শান্ত সমুদ্রে ঢেউ কবে ওঠে।
তকতকে আকাশে ঝড় নাহি ওঠে।
কেবলই দিনের উত্তাপ বাড়ে।
জীবনে যদি ঝড় না ওঠে
তবে তার নেই কোন মানে।
অস্থির সময় অস্থির করে রাখে।
আমি ঘুরি জীবনের দ্বারে দ্বারে।
আমি খুঁজি জীবনের মানে।
অস্থিরতার শেষে সব সুস্থির হবে।
আমি বলি মরণের ওপারে।
এপারে তা নেই কোনখানে।
আমার খেলা
খেলা শুধু অস্থিরতার সাথে।
অস্থির সময় চিরকাল রবে।