ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
এখন আর আগের মত নয়
ছোড়াছুড়ি কথার কামান
আহত করে আমায় নিয়ত
নিহত হতে হতে ভুলে যাই অভিনয়।
অনীহা অনিদ্রা অঙ্গ অভিমান
পারিনা ভুলে যেতে নীতিকথা
একাই আওড়ে চলি ভরা বসন্তে
বিলাপে বিকারে বিষাদের গান।
জোৎস্নাঝরা কত বোবা রাত
নিরুদ্বেগে কেঁদে ফেরে একা
জেগে ঘুমিয়ে পড়া দিন শোনে
নিঃশর্তের নিয়মিত সংঘাত।
একটা রাত ভিক্ষে চেয়ে চিঠি চাপাটি
কত ভূমিকার শব্দ সম্ভাষণ
অটল অনামিকা অর্থ অংকে
মশগুল মরিয়া থাকতে পরিপাটি।
একঘেঁয়ে ঘষামাজা জীবন বিধ্বস্ত
মুক্তির ময়দানে হাঁটতে চেয়ে চিন্তিত
উপায়ের খোঁজে হন্যে হওয়া আর
বিবেকের বিদ্রুপে সময় একাকার।