ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
শুধু মনে হয়
এই নীলিমা, এই সবুজ
আর
যা কিছু ভালোলাগা, সব ধরে রাখি।
প্রাণ খুলে হাসতে পারে না যে কিশোর
তাকেও মনে হয়
ধরে রাখি।
এত যে অসুন্দর, অন্ধকার
তারও ফাঁক ফোকরে
এক চিলতে আলো
যখন চোখে পড়ে
আর
চকিতে উড়ে যায় পাখি ....
কোথায় রাখব জানি না
তবু মনে হয়
ধরে রাখি
সব ধরে রাখি।