ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
প্রদীপ জ্বালিয়ে আলোকিত করছি চারিদিক,
পথ চেনাচ্ছি অতীতগামী কালপুরুষদের,
গুণগুণ করে গেয়ে চলেছি—
"কালো, তা সে যতই কালো হোক..."
রাত কাটলেই ফুটবে আলো
বেরিয়ে আসবে কালোধন,
খাবার নেওয়ার লাইনে দাঁড়াবে
বৃদ্ধাশ্রমের কিছু পরিচয়-ভুলতে বসা নাগরিক,
বর্ণ-পরিচয়ই হবে একমাত্র মাপকাঠি !
আজ সুষমামণ্ডিত দেখালেও
প্রদীপের ভবিতব্যে পরাজয়ই লেখা থাকে,
জয়ী হয় দিনমণি...