ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
বাবা বলে, ‘অ-কাজের’, কাকা বলে,‘আলসে’
দাদু কিছু বলে নাকো, চোখে তার চালশে!
গুরুজনে বলে যাহা সব নয় সত্যি
বহু কাজ পারি আমি, বহুগুণে ভর্তি!
বাদুড়ের মত পারি ডাল ধরে ঝুলতে
গিঁটপড়া দড়ি-সুতো চোখবুঁজে খুলতে!
দিতে পারি গোপনে সে-জায়গার খোঁজ-রে
কোথা বসে বুনোহাঁস ডিম পাড়ে রোজ-রে!
কাঁচ ভেঙে দিতে পারি বল মেরে জানলায়
যেতে পারি একা আমি ট্রেনে চেপে কালনায়!
আর পারি মারপিটে ভাইটাকে হারাতে
কানধরে একপায়ে রোদ্দুরে দাঁড়াতে!
লেখা পারি, পড়া পারি, গুণ-ভাগ যোগ-রে-
বলে দিতে পারি চিনে, অ্যানিমিয়া রোগ-রে!
দিতে পারি লাটায়ের সুতো ধরে মাঞ্জা
মেজদা’র সাথে কষে বুকঠুকে পাঞ্জা!
সবচেয়ে পারি যে-টা শুনে যাবে চমকে
হাতে নিয়ে জ্বেলে দিতে ছুঁচোবাজি বোম-কে!
পারি নাকো একটি যে, লাজ লাগে কইতে
বাবা গেলে বাজারেতে থলিখানা বইতে!