ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
অবাক মজার দেশ সে এক
যেখানে বইয়েরা কথা কয়,
নানার ভাষায় নানান চিত্রে
নানান গল্প বলা হয়।
বাচ্চা, বুড়ো, মাঝবয়সী
সবাই হরেক গল্প পাবে
ফিরবে না কেউ খালি হাতে
জেনো কোনো না কোনো বইয়ের পাতায়...
বাঁচার রসদ ঠিকই খুঁজে পাবে।
বিদেশ যদি নাই বা গেলে ক্ষতি কিছুই নাই
জানতে চাইলে তাদের কথা
সঠিক বই বাছাটা চাই।
কমিকস, পড়া, রান্না, খেলা, ওষুধ, শরীরচর্চা,
গোয়েন্দা, ভূত, পৌরাণিক, অঙ্কন,
কবিতা, সাহিত্যচর্চা...
সাধ ও সাধ্যের মেলবন্ধনে
নয়তো অনেক বেশি খরচা।
ঘোরো, বাছো, পড়ে দেখো
লাগলে তবেই কেনো
জ্ঞানের অতল সমুদ্রে ডুব দিয়ে
ইচ্ছামতো মণিমাণিক্য কুড়িয়ে এনো।
পাবে নানান রকম খাবার
ভিন্ন তাদের স্বাদ
কেনার ফাঁকে একটু খাওয়ার
আনন্দ না যায় বাদ।
প্রকাশনী সংস্থারা
সাহিত্যের মূল বাহক
নতুন, পুরাতন সব প্রতিভার
তারাই প্রকৃত ধারক।
লেখক-পাঠক দুইয়ের মাঝের
যোগসূত্র তারা
সবটুকু আলো ছড়িয়ে দিলেও
নেপথ্যের নায়ক কিন্তু এরা।
জ্ঞান, বুদ্ধি, সঠিক পথ...
যা চাও সবের দেখা পাবে
বইকে ভালোবেসে দেখো
জীবনে সঠিক পথ দেখানো বন্ধু সে তোমার হবে।