ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
নীল পাহাড়ের ঝর্ণা ঘেঁষে…
সবুজ গাঁয়ের সীমা।
মনের মন ভাবতে বসেই,
সেই তো আমার মা।
তুমিই আমার মা, আমার প্রকৃতি মা
প্রকৃতির কোলে, রংবাহারি
হরেক রকম ফুল,
প্রজাপতির নানা বাহার…
গাছ-গাছালির মূল।
মনেতে দেয় নাচন দোলা,
নীল পাহাড়ি ঝর্ণা।
মন যে বলে, আয়না এবার
মনেরই গান ধরনা।