ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ওই দ্যাখো না! —জলের মাঝে
আকাশ থেকে জল যে ঝরে ,
বৃত্তাকারে জল সরিয়ে—
জলের মাঝে জলের পরে ।
টিপ টিপ টিপ বৃষ্টি ধারা
নাচছে যেন তাথৈ থৈ ;
জলের মাঝে ফুট যে কাটে
শিঙি মাগুর কিংবা কৈ ।
সকাল থেকে গুগলি তুলে
হাঁসের খেলা হয় না শেষ ,
শালুক ঝাঁঝি ভাঁট শ্যাওলা
ঝলমলিয়ে রানীর কেশ ।
আবার দেখি বৃষ্টি ধারায়
জলের মাঝে তা ধিন্ ধিন্—
স্কুলের বেলা হল'ই বলে
ব্যথায় যে মন চিন্ চিন্ !