ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ছেঁড়া পকেটের আর থেকে খসে গেল
একশত টাকা ...
ছুটে আসে ঘেয়ো নেড়িকুত্তা...ছিল তারা অভুক্ত
শেষ রাতের পিচ্ ওঠা পিঠের ক্ষত
এক উল্কা জীবন -
একবুক আগুন নিয়ে ধেয়ে আসে
স্যাঁৎসেঁতে পৃথিবীর বুকে,
শান্তির বার্তার বিসর্জন
সম্পর্কচুত্য ভবিষ্যৎ,
গ্লানিতে ভরপুর , শিল্পীর হাতে তৈরী হয়
কৃত্রিম বিশ্বাসের গহ্বর...
টাকার পাশে আছে শবদেহ সব
মাঝে মাঝে চিৎকার শুনি--
ছোঁড় , ছেঁড় চল লুটি বিক্ষুব্ধতা
শেষ রাতের - পদধ্বনি,
আশ্বাস আসছে হাতের সম্বলে।
ভীতির চাবুকে আঘাত চরম
অন্ধকার রাজত্বে বুকের রক্ত ফোটে টগবগ...
ভোরের বিলাসিতায় আদের পরকীয়া চোখে দেখি,
ছেঁড়া মানুষের আর থেকে খসে গেল
তাজা মনুষ্যত্ব