ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
স্বপ্ন ছিল চোখের তারায় গরীব পাবে রোজের ভাত
স্বাধীনতা এল দেশে, ফুটে শিশু পাতছে হাত!
ফুটের ছেলে চাইলে খেতে সংবিধান তো কাঁদছে না
স্বপ্নগুলো যাচ্ছে চুরি, কেউতো তাদের বাঁধছে না?
চাকরি পাবে দেশের সবাই, মাথার উপর মিলবে ছাদ
তোমার কথা বললে তুমি! তবে তা কি স্বপ্ন ফাঁদ?
বৃদ্ধ এখন মরছে ফুটে, পাচ্ছি দেখে লজ্জা
হাসপাতালে মিলছে নাকো, সুচিকিৎসার শয্যা!
স্বাধীন দেশের স্বাধীনতায় ছেলে-মেয়ের স্বপ্ন ছুট
যে ছেলেটা পায়না খেতে, সে পড়বে পায়ে বুট!
স্কুলটাও নিলে কেড়ে, মিড ডে মিলও গরহাজির
লেখা ছিলো খাতার পাতায় এ কাজটা কোন পাজির।
খাদ্য, বস্ত্র, শিক্ষা সে তো বললে সবার জন্য
দেখছি এখন মিথ্যে সেসব, আজকে সবই পন্য!
পতাকাটা উড়ছে দেখি আজকে সকল প্রান্তে
এখন আমার ইচ্ছে করে সত্যিটাকে জানতে?
আর কতদিন প্রতিশ্রুতির বন্যা বহে যাবে
আর কবে সব উত্তরনের পথটা খুঁজে পাবে।