ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
দু:খরা গভীর হলে
ভাষারা কান্না হয়
অন্তরা থেকে খসে পরে তাল-সুর-লয়...
নির্বাক কিছু মূহুর্ত তাকিয়ে দেখে
তারপর এগিয়ে এসে সান্ত্বনা হয়
ঘড়ি ছোটে
ঘড়িকে ছুটতে হয় সময়কে মান্যতা দিতে
দিনের শেষে কেউ জানেনা
আদতে কতটা দূরত্বে দাঁড়িয়ে আছে সুখ
বেদনা থেকে