ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
হাঁটতে হাঁটতে এখন ক্লান্ত হয়ে পড়েছি
এবার একটু বিশ্রাম চাই
মিশে যেতে চাই পথের মিছিলে
যেখানে চাওয়া পাওয়ার
কোনো হিসাব থাকবে না
থাকবে না আর কোনো মিথ্যা প্রতিশ্রুতিও
আসলে হাঁটার যেমন কোনো শেষ নেই
তেমনই নেই কোনো দেশও
তবুও হেঁটে যেতে হয়
জানা থেকে অজানার উদ্দেশ্যে
চলো শিউলি,
একসাথে হাটতে হাঁটতে আজ
মিশে যাবো নীল আকাশের বুকে
শিউলিরাঙা পাখি হয়ে
শঙ্খচিল হয়ে
সাদা বক হয়ে
ময়ূর হয়ে...