ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
জমাট আঁধারে যে ফুলগুলো ফোটে
আজ শুধু তাদের কাছেই যাবো
অনেকগুলো কথা জমা পড়ে আছে
সব বলে দেবো এক নিঃশ্বাসে।
আজ রাতে বেহাগের সাথে গলা মেলাবো
দেখি না অশ্রু কতোটা ঝরে!
কোলাহল হইচই সব নিমেষে ছিন্ন করে
হয়তো মহাকাশ হয়ে এবার!
চাঁদ তারা সূর্য তোমরা কী ভালোবাসো আমায়
এ প্রশ্ন করবো না একটিবারও
শুধু নদীর জলে আধেকলীন হয়ে
নিজের প্রলম্বিত ছায়া দেখবো বারবার!
আবার আমি ফুলগুলোর কাছে যাবো
একটু একটু করে জমাট অন্ধকার সরাবো
আলতো চুমু দিয়ে ভালোবাসবো একটুখানি
তারপর পালিয়ে যাবো ওই কালো মেঘটার সাথে।