ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
আমি প্রতিদিন নিজের চিতা
নিজেই জ্বালিয়ে রাখি
কথা বলি প্রতিদিনের নির্মম ঘটনার
বিষাদ রাহুগ্রস্ত সময়ের...
তাকিয়ে থাকি নিজস্ব নদী অথবা
যে বাগানে ফুল ছিলো তারই ছোট গল্প কথায়
প্রতিদিন চিতা সাজিয়ে রাখি
তাকেই পরিক্রমণ করি
আর যত সব আগন্তুক শব্দ যত সন্দেহ কথা
যত ফিরিয়ে দেওয়া প্রতিশ্রুতি
সব অগ্নিতে শুদ্ধ করি
দেখা যাক শব বাহকেরা কতক্ষণ
আমার জন্য অপেক্ষা করে...