ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
হঠাৎ ঝড়ে বিদ্যুতের তাঁর ছিঁড়ে সমস্ত অঞ্চল ঘন অন্ধকারের কবলে। হাতের কাছে রাখা মোমবাতির প্যাকেটে মোমবাতি নেই। খোঁজ খোঁজ খোঁজ।
অবশেষে দাদুর আমলের ভাঙ্গাচোরা হ্যারিকেনটার খোঁজ মিললো আবর্জনা রাখার জায়গায়।
একটু কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দিতেই। এতদিন পরে একটা সুযোগ পেতেই ঘন অন্ধকারের বুকে রাশি রাশি আলো ছড়িয়ে দিতে থাকলো দীর্ঘদিন অনাদরে অবহেলায় পড়ে থাকা হ্যারিকেনটা।
বুঝলাম এই জগতে কিছুই ফেলনা নয়। অপেক্ষা শুধুমাত্র একটি সুযোগের।