ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
জন্মাবধিই একটা নির্দিষ্ট সময় চক্রের
ভেতর দিয়ে হাঁটতে হবে।
হাঁটতে হবে কম ও বেশি
মানুষের যাত্রাপথ কখনো ছিলনা মসৃণ।
অস্তিত্বের সাথে নিজের সাথে
প্রতিটি সম্পর্কের সাথে
যুদ্ধ করতে করতে পার হতে হবে
খর সূর্য, জ্যোৎস্নালোকিত আলো
কিংবা ঝড় বৃষ্টিকে সাথী করে
চড়াই উৎরাই।
যে মুহূর্তে তুমি খোঁড়া, দৃষ্টিহীন, বধির
এক ‘ক্রমবর্ধমান’ অনুপল ছাড়া অস্তিত্ববিহীন।
তোমার অস্তিত্বের প্রতিটি পদক্ষেপ হতে হবে
নিরপেক্ষ ও সদয় - সে হোক না
অন্য যে কোন সম্পর্কের
উন্মুক্ত ও বদ্ধ পরিসীমায় আকীর্ণ।
কারণ নির্দিষ্ট একটা সময় চক্রের পর পর-ই
আমাদের চলে যেতে হয়
বাতাসের গতির প্রতিধ্বনি নিয়ে
ঠিক যেন ক্ষিপ্র শকুনের উড়ানের মতো।